ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম)নিয়ে নানান প্রশ্ন

ভারতে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নানা প্রশ্ন তুলেছিল কয়েকটি দল, তাদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শনিবার মেশিন পরীক্ষা করতে হাজির হয়েছিল যে সিপিএম ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), তারা রণে ভঙ্গ দিল। কিন্তু বেশি শোরগোল করে আসছে আম আদমি পার্টি আর বহুজন সমাজ পার্টি। তারা মেশিন পরীক্ষার চ্যালেঞ্জে সাড়াই দেয় নি। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্বাবধানে কেবল লোকসভা ও বিধানসভার নির্বাচনগুলি হয়। রাজ্যে রাজ্যে পুরসভা ও পঞ্চায়েতের নির্বাচনের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনগুলির ওপর। তারা তাদের নিজস্ব মেশিন ব্যবহার করে থাকে। এ বার কি সেগুলি নিয়েও অালাদা পরীক্ষা হবে? হারের অজুহাত হিসেবে অবশ্য মেশিনে কারচুপির অভিযোগটা মুখরক্ষায় কাজে আসে!

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট