বাংলাদেশের হাড়বাড়িয়া চ্যানেলে একটি মালবাহী লাইটারেজ জাহাজ সোমবার ডুবে গেছে

বাংলাদেশের দক্ষিন পশিমাঞ্চলের মংলা বন্দরের সন্নিকটে হাড়বাড়িয়া চ্যানেলে একটি মালবাহী লাইটারেজ জাহাজ সোমবার ডুবে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান ডুবে যাওয়ার সময় এম ভি সেবা নামের ওই জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে চিন থেকে আমদানি করা ৮২৫ টন লোহার পাতের গুড়া ছিল । বহিঃনঙ্গরে অবস্থানরত সমুদ্রগামী জাহাজ থেকে মাল নিয়ে আসার পথে লাইটারেজ জাহাজটির তলা ফেটে সেটি হাড়বাড়িয়া চ্যানেলে ডুবে যায় বলে জানিয়ে কর্মকর্তারা জানিয়েছেন ডুবে যাওয়া জাহাজের নাবিক এবং শ্রমিকরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বন্দর কর্তৃপক্ষ ডুবে যাওয়া জাহাজটির মালিক পক্ষকে কার্গোটিকে ধ্রুত তুলে ফেলার নির্দেশ দিয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট