ভারত ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে

রাশিয়া সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন, বিরোধ থাকা সত্ত্বেও গত চল্লিশ বছরে ভারত-চীন সীমান্তে একবারও গুলি চলেনি। তাঁর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে চীন। ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ইতিবাচক মন্তব্য করেছেন। আমরা এই মন্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরই বলে আসছি, দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ভারত ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।’রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে মোদী বলেছেন, ‘এটা সত্যি যে চীনের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ আছে। কিন্তু গত চল্লিশ বছরে সীমান্ত বিরোধের জন্য একটিও গুলি চলেনি। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত ভারত ও চীনের।’নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে সমর্থন করে হুয়া বলেছেন, দু'দেশের বৈঠকে সবসময়ই সীমান্ত বিরোধের উপর গুরুত্ব দেওয়া হয়। দু'দেশই এ বিষয়ে একে অপরের স্বার্থরক্ষা করার কথা বলে আসছে। উনিশ বার সীমান্ত বিরোধ নিয়ে দু'দেশের বৈঠক হয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য দু'দেশই জরুরি পদক্ষেপ করেছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট