রাজনৈতিক বিশ্লেষক সুজা মাহমুদের দৃষ্টিতে ব্রিটেনের সংসদ নির্বাচনের ফলাফল

ব্রিটেনের নির্বাচনে খানিকটা অপ্রত্যাশিত ফলাফল হয়েছে এবং রক্ষনশীল দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে তারা উত্তর আয়ারল্যান্ডের একটি ছোট ডানপন্থি দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে চলেছে।

এই নির্বাচনের ফলাফল এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে লন্ডনে নিবন্ধকার ও রাজনৈতিক বিশ্লেষক সুজা মাহমুদ এক সাক্ষাৎকারে বলেন যে নির্বাচনে রক্ষনশীল দলের এই অধোগতি টেরিজা মে‘র সামনে নতুন চ্যালেঞ্জের সুত্রপাত করেছে। তিনি বলেন যে সে দিক দিয়ে ব্রেক্সিট কার্যকর করার ক্ষেত্রে তাঁর অবস্থান খানিকটা দূর্বল হয়েছে।

টেরিজা মে যে নর্থান আয়ারল্যান্ডের Democratic Unionist Party ‘র সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে চাইছেন তার বিভিন্ন দিক নিয়েও তিনি আলোচনা করেন। সুজা মাহমুদ এই নির্বাচনে লেবার পার্টির ভালো ফলাফল করার কারণ তুলে ধরেন। তা ছাড়া তিনি ব্রিটেনে তিনজন বাঙালি নারীর বিজয় সম্পর্কেও আলোকপাত করেন।

ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে সাক্ষাৎকারটি নিয়েছেন, আনিস আহমেদ।

Your browser doesn’t support HTML5

ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে সাক্ষাৎকারটি নিয়েছেন, আনিস আহমেদ