আলাপন – প্রধানমন্ত্রী মোদীর যুক্তরাষ্ট্র সফর ও ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

আলাপন – প্রধানমন্ত্রী মোদীর যুক্তরাষ্ট্র সফর ও ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী য়ুক্তরাষ্ট্রে আসছেন এবং সোমবার ২৬শে জুন হোয়াইট হাউসে মোদী- ট্রাম্প বৈঠক। দুই নেতার মধ্যে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পাবে, সম্পর্ক সেই আগের মতই হৃদ্যতাপূর্ণ থাকবে কিনা। সব কিছুই শোনা যাচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, ভারত কোনমতেই মেনে নিতে পারে নি। দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করে তোলা, প্রযুক্তি খাতে ভারতীয়দের ভিসা H1B ভিসার সংখ্যা কমানো হবে কি? এইসব নানা বিষয়ে জল্পনা কল্পনা চলছে। তবে ভারত সন্ত্রাসবাদ-উগ্রবাদ বিরোধী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের শরীক। এ ক্ষেত্রে ভারতের নিজেরই বিরাট সমস্যা রয়েছে বিভিন্ন অঞ্চলে। পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক, আফগানিস্তান ও ইরানের সঙ্গে সম্পর্কও আলোচ্য বিষয়।

ওদিকে আমেরিকা ও ভারতের সংবাদ মাধ্যমে আজকেরই খবর -

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগেই ভারতকে বড় ‘উপহার’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতকে ২২টি প্রিডেটর গার্ডিয়ান ড্রোন বিক্রি করার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এই বিষয়টিকে ‘গেম চেঞ্জার’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই অস্ত্র চুক্তির ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে।

আলোচকরা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ব্যবসায় নিয়োজিত।

Your browser doesn’t support HTML5

ভারেতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর