ঈদ যাত্রায় সড়ক পথ নির্বিঘ্ন হবে এমনটা বলা হলেও গত ১৯ জুন থেকে ২৪ জুন অর্থাৎ শনিবার পর্যন্ত ৫৫টি সড়ক দুর্ঘটনায় ৮২ জন নিহত হওয়ার খবর দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি নামে একটি বেসরকারি নজরদারী সংগঠন। তাদের তথ্য মোতাবেক, ওই দুর্ঘটনাগুলোতে ২২২ জন আহত হয়েছেন।
শনিবার রংপুরের পীরগঞ্জে গাজীপুর থেকে রংপুরের পীরগঞ্জগামী স্বল্প আয়ের মানুষ বোঝাই একটি ট্রাক উল্টে গেলে এই পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ জন। এছাড়া দেশের অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জনের মতো। গত শুক্রবার নিহত হন ১২ জন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে। কিন্তু কতোটা নির্বিঘ্ন হয়েছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী।
উল্লেখ্য গত বছর ঈদুল ফিতরের সময় ১৬৮টি দুর্ঘটনায় ২১২ জন নিহত এবং ৮৯৬ জন আহত হয়েছিলেন।
এদিকে, সরকারী এবং বেসরকারী বিভিন্ন সংস্থার তথ্য মোতাবেক কমপক্ষে ৮০ লাখ মানুষ এই বছর ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়ছেন।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
১৯ জুন থেকে ২৪ জুন ৫৫টি সড়ক দুর্ঘটনায় ৮২ জন নিহত