ভারতে ৪০ হাজার রোহিঙ্গার ভাগ্য অনিশ্চিত

শুক্রবার রোহিঙ্গা মামলায় সুপ্রিম কোর্ট ঠিক কি বলেছে, তা দু ভাবে ব্যাখ্যা করছে বিবদমান দুই পক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রকের মত হল, ২১ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত রোহিঙ্গাদের বহিষ্কারের পুরনো সিদ্ধান্ত মূলতুবি রাখতে যখন নির্দেশ দেয় নি আদালত, কাজেই ঐ সিদ্ধান্ত কার্যকর করতে বাধা নেই। ঐ নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান যে আবেদনকারীরা, তাঁরা মনে করছেন, কোর্ট যে রাষ্ট্রের নিরাপত্তা এবং মানবিকতার মধ্যে সামঞ্জস্য বজায় রাখবার কথা বলেছে, তা থেকেই বোঝা যাচ্ছে, এ দেশে বসবাসকারী ৪০,০০০ রোহিঙ্গাদের সকলকেই মায়ানমারে ফেরত দেবার বিরোধী আদালত। ২১ নভেম্বর ফের শুনানি শুরু হোক, আদালত একটা রায় দিক, তবেই কেন্দ্র ইতিকর্তব্য স্থির করতে পারবে। তত দিন রোহিঙ্গাদের ভাগ্য আশা-নিরাশার সুতোয় ঝুলবে, এটাই বোঝা যাচ্ছে।

Your browser doesn’t support HTML5

ভারতে ৪০ হাজার রোহিঙ্গার ভাগ্য অনিশ্চিত