ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদন করবে রাষ্ট্রপক্ষ

Bangladesh Supreme Court

রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত বহুল আলোচিত
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া পুরো রায় বাতিল চেয়ে রিভিউ আবেদন করবে। শনিবার ঢাকায় এসংক্রান্ত এক বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে বলেন রিভিউয়ের প্রস্তুতি চলছে এবং নভেম্বর মাসেই রিভিউ আবেদন করা হবে।

উল্লেখ্য গত তেসরা জুলাই ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতিরপূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা আপিলও খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।এর ফলে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায়।২০১৪ সালের ১৭ ই সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানেরষোড়শ সংশোধনী আনা হয়েছিল। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদন করবে রাষ্ট্রপক্ষ