ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত টিটু রায় গ্রেপ্তার: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত টিটু রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে গত শুক্রবার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ এর প্রতিবাদে গ্রামে হামলায় চালায়। বেশ কয়েকটি হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১ জনের প্রাণহানি ঘটে। আহত হন অর্ধশতাধিক মানুষ। স্থানীয় থানায় মামলা হয় ২ হাজারেরও বেশি মানুষের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয় ১৭৬ জনকে।

মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন শেষে মন্ত্রী টিটু রায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য দেন। তিনি বলেন, টিটু রায় দোষী হলে বিচার হবে। টিটু রায় একজন কবিরাজ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।