জঙ্গিবাদের মতো মাদকও বাংলাদেশের বড় সমস্যা: একেএম শহিদুল হক

পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, জঙ্গিবাদ যেমন বাংলাদেশের বড় সমস্যা তেমনি মাদকও একটি বড় সমস্যা। তিনি বলেন এই দুটি সমস্যা এখনও নির্মূল করা সম্ভব হয়নি। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দেশের পুলিশ প্রধান অবশ্য বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিরো টলারেন্স অবস্থানের উল্লেখ করে তিনি বলেন প্রতিবেশী দেশ সমূহ থেকে যে সকল পন্থায় দেশে মাদক আসছে তাতে তাদের সহযোগিতা ছাড়া এটা বন্ধ করা সম্ভব নয়।

মাদক নির্মূলে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ করে শহিদুল হক বলেন গত পাঁচ বছরে মাদক বহনকারীদের বিরুদ্ধে ২ লাখ ৮৭ হাজার ২৫৪ মামলা হয়েছ। কিন্তু আইন দিয়ে, মামলা করে মাদকসমস্যার সমাধান করা যাবে না। তাই এ জন্য মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন পুলিশের মাদক বিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।

Your browser doesn’t support HTML5

জঙ্গিবাদের মতো মাদকও বাংলাদেশের বড় সমস্যা: একেএম শহিদুল হক