রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট জোকো উইদোদো

বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সস্ত্রীক রোববার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা স্মরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্প পরিদর্শনের সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন তাঁর দেশ রোহিঙ্গাদের যথাযথ সহযোগিতা করে যাবে এবং সবসময় রোহিঙ্গাদের পাশে থাকবে। তিনি সেখানে ইন্দোনেশিয়া সরকারের পরিচালিত ফিল্ড হাসপাতাল, শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশুদ্ধ পানির প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের খেলনা সামগ্রী উপহার দেন।

এদিকে, সকালে প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন যখন তিনি রোহিঙ্গা ইস্যুর দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াবলীও আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র সচিব শাহিদুল হক সাংবাদিকদের জানিয়েছেন।

বৈঠকের পর দুদেশের মধ্যে একটি অগ্রাধিকার বাণিজ্য সংক্রান্ত চুক্তি এবং দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক, মৎস্য আহরণ, এল পি জি আমদানি, এবং তরলীকৃত গ্যাস এল এন জি টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট জোকো উইদোদো