রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করছে

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করছে। গত আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং নির্যাতন শুরু করলে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ এবং মিয়ানমার সম্প্রতি একটি চুক্তি করেছে এবং ওই চুক্তির আওতায় গত ২৩ শে জানুয়ারি থেকে রহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সমূহ এবং সর্বোপরি রোহিঙ্গা শরণার্থীরা বলছে রাখাইনে এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শরণার্থীদের এ মুহূর্তে দেশে ফেরা বাঞ্ছনীয় হবেনা। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন সাবেক কূটনীতিক রাষ্ট্রদূত হুমায়ুন কবির।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করছে