৫ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে গুলিবর্ষণের পরে ৫ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশী জেলে আহত হয়ে বর্তমানে কক্সবাজারের হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনার প্রতিবাদ জানিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে। পরে বিকেলে ৫ জেলেকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।
এদিকে, জাতিসংঘের সংস্থা “ইউএন উইমেন’’-এর নির্বাহী পরিচালক ফুমজিলে মুলাম্বো নগসুকা ৫ দিনের বাংলাদেশ সফরের শেষ দিকে সাংবাদিকদের বলেছেন, বিশ্ব রোহিঙ্গা নারীদের নিরাপত্ত বিধান ও রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমাদের মিয়ানমারে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয় না। আর এ কারণে আসলে কি ভয়াবহ মাত্রার নির্যাতন-নিপীড়ন সেখানে হয়েছে তা আমরা জানতে পারছি না। বাংলাদেশে অবস্থানকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

৫ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী