৫ বছরে ভারতের রাষ্ট্রায়ত্ব ২১ ব্যাঙ্কে ৮,৬৭০টি জালিয়াতি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১১ হাজার কোটি টাকার জালিয়াতি হিমশৈলের চূড়া মাত্র। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য থেকে জানা যাচ্ছে, গত ৫ বছরে রাষ্ট্রায়ত্ব ২১ ব্যাঙ্কে ৮,৬৭০টি জালিয়াতির ঘটনায় জড়িয়ে গিয়েছে ৬১,২৬০ কোটি টাকা। কেন এত জালিয়াতি? কোথাও ইচ্ছাকৃত খেলাপি, কোথাও গ্রাহকের শোধ দেবার ক্ষমতা ঠিকঠাক যাচাই করা হয নি। কোথাও-বা রাজনৈতিক চাপে ধার দেওয়া হয়েছে অযোগ্য লোককে। বিশেষজ্ঞরা বার বার বলেছেন, ধার দেবার পুরো প্রক্রিয়ারই আমূল সংস্কার প্রয়োজন। অনেক ব্যাঙ্ক অনাদায়ের ভারে উঠে যাবার পরিস্থিতি। তাদের বাঁচাতে সরকারকে জোগাতে হচ্ছে নতুন মূলধন।

Your browser doesn’t support HTML5

৫ বছরে ভারতের রাষ্ট্রায়ত্ব ২১ ব্যাঙ্কে ৮,৬৭০টি জালিয়াতি