মিয়ানমার সেনাবাহিনী সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে - আসাদুজ্জামান খান

মিয়ানমার সেনাবাহিনী সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সীমান্তে ২৭ মার্চ থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিজিপি যৌথ টহল শুরু করবে। তিনি বলেন মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন তারা ভুল তথ্যের ভিত্তিতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছিল।

সীমান্তের মিয়ানমার অংশে যে কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান করছে তাদের খুব শিগগিরই পুনর্বাসন করার প্রতিশ্রুতিও মিয়ানমার সরকার দিয়েছে বলে তিনি জানান।

এদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে সীমান্তে মোতায়েন করা মিয়ানমারের অতিরিক্ত সেনা সদস্যদের এখনো পুরোপুরি সরিয়ে নেয়া হয়নি। বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় বিজিবির ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান সীমান্ত বাসিদের আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন বিজিবি সীমান্তে সতর্ক অবস্থায় আছে। তিনি আশা প্রকাশ করেছেন সীমান্তে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল শিঘ্রই তার অবসান ঘটবে।

Your browser doesn’t support HTML5

মিয়ানমার সেনাবাহিনী সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে - আসাদুজ্জামান খান