ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং বাংলাদেশে তিন দিনের এক সফরে রোববার ঢাকা আসবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট তাঁর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারের শীর্ষ নেতাদের সাথে দ্বিপাক্ষিক বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা ও যোগাযোগ নিয়ে আলোচনা করবেন। এছড়াও দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক অন্যান্য বিষয়াবলীও দুই পক্ষের আলোচনায় স্থান পাবে বোলে কর্মকর্তারা জানান।
ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরকালে দুই দেশের মধ্যে বানিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে অন্তত ৬ টি চুক্তি এবং সমঝোতা স্মারক সাক্ষরের সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহল আশা করছেন ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরের এই সুযোগকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন পাওয়ার জন্য কাজে লাগাতে পারে বাংলাদেশ।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং