বৃটেনে অবস্থানরত রাশিয়ার সাবেক গুপ্তচর সম্পর্কে তথ্য দিতে রাজী হয়েছে রাশিয়া

বৃটেনে অবস্থানরত রাশিয়ার সাবেক গুপ্তচর সারগেই স্ক্রিপাল সম্পর্কে বৃটেনকে সব তথ্য দিতে রাজী হয়েছে রাশিয়া।

স্ক্রিপাল ২০১০ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুপ্তচর বিনিময়ের সময় বৃটেনে আশ্রয় নেন। বর্তমানে তিনি অজ্ঞাত কারনে মারাত্মক অসুস্থ অবস্থায় বৃটেনের হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রী পেসকভ মঙ্গলবার বলেছেন স্ক্রিপালের বিষয়টি মর্মান্তিক; তবে তার সম্পর্ক রুশ সরকারের কাছে তেমন কোনো তথ্য নেই।

৬৬ বছর বয়সী স্ক্রিপাল এবং ৩০ বছর বয়সী এক নারীকে রবিবার বিকালে সালিসবারি শহরের একটি শপিং সেন্টারের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলেছে তাদের কারো শরীরেই কোনো ক্ষত পাওয়া যায়নি।