বাংলাদেশের এলডিসি থেকে বের হওয়ার সময়টা অনুকূলে নয়- সিপিডি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে শীঘ্রই বের হওয়ার বিষয়টি একদিকে যেমন একটি অনন্য ঘটনা তেমনি দেশটির জন্য এটা একটি বড় চ্যালেঞ্জও বটে। শনিবার ঢাকায় সিপিডি আয়োজিত ‘বাংলাদেশ'স গ্রাজুয়েশন ফ্রম দি এলডিসি গ্রুপ' শীর্ষক এক মতবিনিময় সভায় সংস্থাটির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন এর আগে স্বল্প জনসংখ্যার ছোট ছোট দেশ এলডিসি থেকে বের হয়েছে।

এলডিসি থেকে বের হওয়া এসকল দেশ সমূহের প্রবৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগে পতন ঘটার পাশাপাশি রেমিটেন্সও কমেছে বলে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ এমন একটি সময় এলডিসি থেকে বের হচ্ছে যখন বৈশ্বিক এবং আঞ্চলিক পরিস্থিতি অনুকূলে নয়।

এ প্রেক্ষাপটে এলডিসি উত্তর সময়ে বর্তমান অর্থনৈতিক অগ্রগতিকে ধরে রাখতে বাংলাদেশকে একটি শক্তিশালী কৌশল নির্ধারণ করার জন্য তিনি পরামর্শ দেন।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের এলডিসি থেকে বের হওয়ার সময়টা অনুকূলে নয়- সিপিডি