উখিয়ার শরনার্থী শিবিরের ৩০ থেকে ৪০ শতাংশ শিশুই এতিম

গত বছর আগষ্টের শেষদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গ্রামগুলোর ওপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর থেকে বাংলাদেশে পালিয় আসা প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা শরনার্থীর মধ্যে বিপুল সংখ্যক শিশু। এইসব শিশুদের ৩০ থেকে ৪০ শতাংশের বাবা অথবা মা নেই কিংবা বা বা দুজনই নেই। হয় মিয়ানমার সেনা সদস্যরা তাদেরকে হত্যা করেছে অথবা অন্য কোনোভাবে মারা গেছে। এইসব এতিম শিশুরা কিভাবে এসেছে, কার কাছে বড় হচ্ছে শরনার্থী ক্যাম্পগুলোতে, তা জানুন এই রিপোর্টটিতে।

Your browser doesn’t support HTML5

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী শিবিরের এতিম শিশুদের অবস্থা