হাতীর হামলায় এ পর্যন্ত ১২ জন রোহিঙ্গা শরণার্থী নিহত

গত আগস্ট থেকে এই দফায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়ায় হাতিসহ অন্যান্য বণ্যপ্রাণী এবং সামগ্রিক জীব বৈচিত্র্যের উপরে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এমন কি হাতির আক্রমণে গত আগস্ট থেকে এই পর্যন্ত কর্তৃপক্ষীয় হিসাবেই কক্সবাজারের বিভিন্নস্থানে শরণার্র্থীদের আশ্রয়স্থলগুলোতে ১২ জন রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েক জন। জাতিসংঘ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এবং ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা এবং হাতিসহ অন্যান্য বণ্যপ্রাণীর নিরাপদ বসবাস ও চলাফেরা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা International Union for Conservation of Nature (IUCN) -এর বাংলাদেশস্থ সাবেক প্রধান ড. আইনুন নিশাত।
ড. আইনুন নিশাত মনে করেন, রোহিঙ্গাদের কারণে বণ্যপ্রাণীসহ জীব বৈচিত্র্যের উপরে যে বিরূপ প্রভাব ইতোমধ্যে পড়েছে এবং ভবিষ্যতে পড়বে তা মোকাবেলায় দীর্ঘমেয়াদী, টেকসই এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাময়িক কোনো ব্যবস্থা পুরো সংকট মোকাবেলার জন্য যথেষ্ট নয়।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

হাতীর হামলায় এ পর্যন্ত ১২ জন রোহিঙ্গা শরণার্থী নিহত