বিনিয়োগকারীদের ব্যাঙ্ক রেকর্ড খতিয়ে দেখবে পশ্চিমবঙ্গ সরকার

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীর জালিয়াতির ঘটনা থেকে শিক্ষা নিয়েই- ইচ্ছুক বিনিয়োগকারীদের ব্যাঙ্ক রেকর্ড খতিয়ে দেখবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিল্প বাণিজ্য দফতর সূত্রে এ খবর প্রচার করা হয়।

রাজ্যে যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁরা ল্যান্ড ব্যাঙ্ক, শিল্প তালুক বা ক্লাস্টার থেকে জমি নেওয়ার আবেদন জানালে উদ্যোগপতি বা বিনিয়োগকারীদের কোনও ঋণ আছে কিনা, সেই ঋণ পরিশোধ করা হচ্ছে কিনা, সেসবই খতিয়ে দেখবে রাজ্য সরকার। খতিয়ে দেখা হবে ওই উদ্যোগপতি বা বিনিয়োগকারীর বিরুদ্ধে কোনও জালিয়াতির অভিযোগ রয়েছে কিনা। রেকর্ড দেখার পর মিলবে ল্যান্ড ব্যাঙ্কের জমি।

প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্য সরকার হাওড়ার অঙ্কুরহাটিতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় যুক্ত আরেক ব্যাবসায়ী মেহুল চোকসির গীতাঞ্জলি সংস্থাকে জমি দেয়। নীরবমোদী কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার জমি দেওয়ার ব্যাপারে নয়া নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার বলেই রাজ্য প্রশাসনের খবর।

Your browser doesn’t support HTML5

বিনিয়োগকারীদের ব্যাঙ্ক রেকর্ড খতিয়ে দেখবে পশ্চিমবঙ্গ সরকার