ইরাকের মসুলে নিখোঁজ ৩৯ ভারতীয় ISIS-এর হাতে খুন হয়েছেন

যা আশঙ্কা ছিল, সেটাই সত্যি হল - ইরাকের মসুলে নিখোঁজ ৩৯ ভারতীয় ISIS-এর হাতে খুনই হয়েছেন বলে মঙ্গলবার সংসদে ঘোষণা করলেন বিদেশ মন্ত্রি সুষমা স্বরাজ। এঁদের দেহাবশেষ স্বদেশে ফেরাতে বিশেষ বিমানে মসুলে যাচ্ছেন সহকারী বিদেশমন্ত্রী প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি.কে, সিং। ২০১৪-র জুন মাসে মোট ৪০ জন ভারতীয় অপহৃত হলেও এক জন পালিয়ে বাঁচেন। বাকিদের দেহাবশেষ মেলে একটি মাটির স্তুপের তলায়। পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষাও করা হয়। ঘোষণার পরে সংসদে বিরোধীরা হৈচৈ করে উঠে বলেন, প্রায় ৪ বছর ধরে আত্মীয়স্বজনেরা বৃথাই অপেক্ষা করেছেন। সুষমা বলেন, পুরো নিশ্চিত না হয়ে মৃত্যুর কথা সরকার ঘোষণা করতে চায় নি।

Your browser doesn’t support HTML5

ইরাকের মসুলে নিখোঁজ ৩৯ ভারতীয় ISIS-এর হাতে খুন হয়েছেন