চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাবে ভারতীয় শেয়ার বাজারের সূচক সেনসেক্স শুক্রবার নেমে গেল ৪১০ পয়েন্ট। সামগ্রিক ভাবে এই সূচক নেমে এখন ৩২,৫৯৭ পয়েন্টে, যা কিনা গত ৫ মাসের মধ্যে নিম্নতম। অবশ্য অন্যান্য দেশের শেয়ার সূচক আরও বেশি হারে নেমে গিয়েছে। শেয়ার বাজারের মত, যত তীব্র হবে দুই মহারথীর লড়াই, ততই ধরে রাখা শেয়ার বিক্রির ঝোঁক বাড়বে, পড়তে থাকবে শেয়ারের দর। এ ছাড়া, হিরে ব্যবসায়ী নিরব মোদি যে ব্যাঙ্ক জালিয়াতি করে অনেক হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেলেন, তার আঁচ এসে পড়েছে শেয়ার বাজারে। সব মিলিয়ে শেয়ার বাজারে একটা মন্দার সময় চলছে।
Your browser doesn’t support HTML5
ভারতীয় শেয়ার বাজারের সূচক নেমে গেছে