বাবরি মসজিদ বিষয়ক মামলার রায় বদলের দাবী

১৯৯৪ সালে অযোধ্যায় বাবরি মসজিদ বিষয়ক এক মামলায় সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির এক বেঞ্চ রায় দিয়েছিল, মসজিদ ইসলামের আবশ্যিক অঙ্গ নয়। সেই অবস্থান বদল করার দাবি তুলেছে অযোধ্যা মামলার অন্যতম শরিক, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। মুসলিমদের অভিমত, এই রায় ভুল, এর বদল দরকার। সুপ্রিম কোর্টে বোর্ডের তরফে বলা হয়, হিন্দুদের যেমন বিশ্বাস, অযোধ্যার ঐ ভূমিখণ্ডটিতেই জন্মেছিলেন রামচন্দ্র, মুসলিমদেরও বিশ্বাস, ওখানে ছিল বাবরি মসজিদ। সেটিকে ভেঙে ফেলা হলেও মুসলিমদের বিশ্বাসে ওখানে এক বার যখন মসজিদ ছিল, সেটিতে বরাবরই আল্লার অধিকার রয়ে যাবে। সুপ্রিম কোর্ট এই যুক্তির সারবত্তা মেনে নিলে নতুন একটি ৫ সদস্যের বেঞ্চ গড়ে নিষ্পত্তি হবে।

Your browser doesn’t support HTML5

বাবরি মসজিদ বিষয়ক মামলার রায় বদলের দাবী