সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজারে এই প্রথম এক বাংলাদেশীর নাম স্থান পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে অত্যাচার-নির্যাতনের কারণে তাদের দেশত্যাগ এবং তাদের দুঃখ-কষ্টের কাহিনী তুলে ধরার জন্য ফিচার ফটোগ্রাফিতে এ বছর পুলিৎজার জিতেছে।
pulitzer
রয়র্টাসের ৭ জন আলোকচিত্রীর মধ্যে বাংলাদেশে কর্মরত আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন অন্যতম। পনির হোসেনই পুলিৎজার বিজয়ী প্রথম কোনো বাংলাদেশী সাংবাদিক। পনির হোসেন ভয়েস অব আমেরিকাকে তার অনুভতির কথা জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
রয়টারের হয়ে পুলিৎজারে পেলেন বাংলাদেশী আলোকচিত্রী পনির হোসেন