গণমাধ্যম কতোটা মুক্ত, সাংবাদিকতা কতোটা স্বাধীন?

৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, ‘ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইমস: মিডিয়া’স রোল ইন অ্যাডভান্সিং পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটিজ’ অর্থাৎ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা।

করপোরেট সাংবাদিকতা, বিজ্ঞাপন, কর্তৃপক্ষের স্বার্থরক্ষা, প্রভাবশালী ও ক্ষমতাবাদনদের দাপট মুক্ত থাকা, মোটকথা মুক্ত সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এই বিশেষ দিন। সেই অঙ্গীকার কতোটা পূরণ হয়েছে। সাংবাদিকতা কতোটা স্বাধীন, গণমাধ্যম কতোটা মুক্ত, এসব নিয়ে আজ আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকা থেকে নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, কলকাতা থেকে দি হিন্দু প্ত্রিকারসাবেক ব্যুরো প্রধান বরুণ দাশগুপ্ত এবং বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

Your browser doesn’t support HTML5

গণমাধ্যম কতোটা মুক্ত, সাংবাদিকতা কতোটা স্বাধীন?