কোটা সংস্কার বিষয়ে বৃহস্পতিবারে মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি

সরকারি চাকুরীতে কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে জাতিয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবারে মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে।

বুধবার প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা মানব বন্ধন এবং বিক্ষোভকালে তারা এ দাবি জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে রোববার থেকে কঠোর আন্দোলন শুরু করবে বলে তারা কর্তৃপক্ষকে সতর্ক করে দেন।

গত ১৭শে ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এই আন্দোলন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নামেন। এর পরই ১১ই এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

Your browser doesn’t support HTML5

কোটা সংস্কার বিষয়ে বৃহস্পতিবারে মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি