দু দিনের মায়ানমার সফরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

গত সেপ্টেম্বর মাসেই মায়ানমারে গিয়ে প্রধানমন্ত্রী মোদি রোহিঙ্গা সমস্যা নিয়ে যা মন্তব্য করেছিলেন তা বিলক্ষণ ক্ষুণ্ণ করেছিল বাংলাদেশকে। কিন্তু বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দু দিনের মায়ানমার সফরের সময় বুঝিয়ে দিলেন, মায়ানমারকে এই সমস্যা নিয়ে তোয়াজ করে চলবে না ভারত। বললেন, পালিয়ে-আসা রোহিঙ্গারা যেন তাড়াতাড়ি নিরাপদে স্বদেশে ফিরতে পারে, তার ব্যবস্থা করুক মায়ানমার সরকার। অন্য দিকে, শুক্রবার সুপ্রিম কোর্ট ভারতের দিল্লি ও হরিয়ানায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও টয়লেটের বিষয়ে যে কোনও সমস্যার প্রতিকারের জন্য নোডাল অফিসার বসিয়ে দিল। ক্যাম্পবাসীরা সমস্যা হলে তাঁকে গিয়ে বললে প্রতিকার পাবেন।

Your browser doesn’t support HTML5

দু দিনের মায়ানমার সফরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ