হ্যারী মেগান বিয়ে সম্পন্ন, কি ভাবছেন বৃটেনবাসী

বৃটিশ রাজপরিবারের কনিষ্ঠ পুত্র হ্যারীর বিয়ে সম্পন্ন হয়েছে আমেরিকান অভিনেত্রী মেগান মার্কল এর সঙ্গে। এই রাজকীয় বিয়ে নিয়ে বৃটেনে চলছে উৎসব। গোটা বিশ্বের মানুষ আগ্রহ নিয়ে দেখছেন যুবরাজ হ্যারী ও মেগানের বিয়ে। কেমন দেখছেন বৃটেনবাসী তা জানতে সেলিম হোসেন কথা বলেন উইন্ডসরের বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলম্যান শামসুল ইসলাম সেলিম ও তার স্ত্রীর সালমা ফেরদৌসীর সঙ্গে।

Your browser doesn’t support HTML5

হ্যারী মেগান বিয়ে সম্পন্ন, কি ভাবছেন বৃটেনবাসী