শেখ হাসিনা: তিস্তার ন্যায্য হিস্যা আদায় করার জন্য আলোচনা চলছে

বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য সফরের ওপর এক সংবাদ সম্মেলনে তিস্তা চুক্তির অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। এই সফর অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, এ সফরের মধ্য দিয়ে দু'দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকার মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আশ্বাস দিয়েছে।

চলমান মাদক বিরোধী অভিযানে হতাহতের বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন খুব স্বাভাবিক যে এই ধরনের অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটতেই পারে। তিনি বলেন এ পর্যন্ত যে কয়টা ঘটনা ঘটেছে, মনে হয় না একটাও নিরীহ ব্যক্তি নিহত হয়েছেন। অভিযানে এ পর্যন্ত ১০ হাজারের ওপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন তাদের আইনের সোপর্দ করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্পর্কে জহুরুল আলমের প্রতিবেদন