গোটা বিশ্বের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। আর তরুণ সমাজের সামনে সম্ভাবনার অপার দিগন্ত। বাংলাদেশ ভারতের মোট জনগোষ্ঠির বিশাল অংশ যুবক। ভবিষ্যতে উন্নত সমৃদ্ধ দেশ ও জাতি বিনির্মাণে ৩০ এই যুব সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ন। কিন্তু নানা কারনে বাংলাদেশ ও ভারতে তরুণ সম্প্রদায়ের বিপুল অংশ বিষাদগ্রস্থ, বিপথগামী। তাদেরকে সঠিক পথে এনে কিভাবে ইতিবাচক করে তোলা যায়, কিভাবে তাদের মধ্যেকার সম্ভাবনাকে বের করে আনা যায়, সমাজের কল্যানে, দেশের অগ্রগতিতে তাদেরকে সম্পৃক্ত করা যায় এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার অধ্যাপক ড. অমিত হাজরা, চ্যানেল আইয়ের চীফ নিউজ এডিটর ও অনলাইন এডিটর জাহিদ নেওয়াজ খান এবং গনজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
Your browser doesn’t support HTML5
তরুণ সমাজকে সমাজের কল্যানে কাজে লাগানোর উপায়