ভারতে সরকারি কর্মীরা খেলাধুলায় পুরস্কার পেলে এক-তৃতীয়াংশ সরকারকে দিয়ে দিতে হবে

এত দিন তো ধারণা ছিল, সরকারি বা বেসরকারি কোনও প্রতিষ্ঠানের কেউ খেলাধুলোয় পুরস্কার পেলে ঐ কর্মীকে প্রতিষ্ঠানের তরফে বাড়তি পুরস্কার দেওয়া হত, সম্মানিতও করা হত। কিন্তু যে হরিয়ানা রাজ্য থেকে বিভিন্ন পুরস্কার এনেছেন কর্মীরা, সরকারের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার নিয়ম জারি করেছেন, কোনও সরকারি কর্মী খেলাধূলায় পুরস্কার পেলে অর্থের এক-তৃতীয়াংশ সরকারকে জমা দিয়ে দিতে হবে। হতভম্ব ও ক্ষুব্ধ ক্রীড়াবিদেরা বুঝে উঠতে পারছেন, অভাবিত এই নিয়মের অর্থ কি? অনেক প্রচেষ্টায় জেতা পদক ও আর্থিক পুরস্কারের এই কি যোগ্য সরকারি স্বীকৃতি?

Your browser doesn’t support HTML5

ভারতে সরকারি কর্মী খেলাধূলায় পুরস্কার পেলে এক-তৃতীয়াংশ সরকারকে দিয়ে দিতে হবে