পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বারের মত এবারেও কলকাতার রেড রোডের নামাজে উপস্থিত ছিলেন। শহরের বেকবাগানে প্রাচীনতম ৩০০ বছরের প্রাচীন মসজদটির ইমাম বার্তা দিলেন শান্তি আর সমন্বয়ের। এসপ্লানেডের টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে এসেছিলেন প্রায় ৫ হাজার মানুষ। এ ছাড়া, ৯২ বছরের পুরনো নাখোদা মসজিদে আসেন প্রায় ১৫ হাজার মানুষ। নামাজ শেষে সব মসজিদের ইমামেরাই বার্তা দেন শান্তি, সমন্বয় আর ভ্রাতৃত্বের। শনিবার দিল্লিতে এক জরুরি বৈঠকে থাকবার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইদের নামাজে থাকবেন বলে তাঁর অনুরোধে বৈঠকটি রবিবারে পিছিয়ে দেওয়া হয়। বিস্তারিজ জানাচ্ছেন গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5
পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঈদুল ফিতর