মারা গেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী

মারা গেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী। আজ ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় কলকাতার বিধাননগরের বাড়িতে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসক আসতে আসতেই সব শেষ। মৃত্যু কালে বয়স হয়েছিল পচাশি বছর। সত্যসাধনবাবুর আদি বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। ছোটবেলায় স্কুল জীবন কেটেছে হাওড়ার বালিতে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরনোর পর যোগ দিয়েছিলেন শিক্ষকতায়।

বামপন্থী রাজনীতিতে থেকে শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আবার অন্যদিকে, শিক্ষকতার পাশাপাশি বামফ্রন্ট সরকারের গোড়ার দিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন। ঊন্নিশো আশি সালে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন সত্যসাধনবাবু। পরে, ঊন্নিশো ছিয়ানব্বই সালে চাকদহ কেন্দ্র থেকে জিতে বিধানসভায় আসেন। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী হয়েছিলেন দুহাজার এক সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রীসভায়। আগামীকাল রবিবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা। আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়েছেন সিপিআইএমের রবিন দেব-সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ।

Your browser doesn’t support HTML5

মারা গেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী