আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ২৫ জন নিহত

ঈদুল ফিতর উৎসবের মাঝেই পূর্ব আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে।

নাংগারহার প্রদেশের জালালাবাদে ঔ হামলায় আহত হয় ৩০ জন।

তালিবান ও সরকারের মধ্যে ৩ দিনের অস্ত্র বিরতীর মধ্যেই এই হামলা ঘটলো।