আরবি উচ্চশিক্ষার জন্য ভারতে্র দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম একটি কলেজ তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার।জানা গেছে আর্থিক বরাদ্দের পর ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কাজের সূচনা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিপ্লব মিত্র। সংখ্যালঘু ছেলেমেয়েদের আরবি উচ্চশিক্ষার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস বলে জানান তিনি।জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আট নম্বর বাসুরিয়া অঞ্চলে রয়েছে বাসুরিয়া হাই মাদ্রাসা। সেখানে কয়েক হাজার ছেলেমেয়ে আরবি ভাষায় পড়াশুনা করে। কিন্তু এই ভাষাতে কোনও কলেজ কোর্স নেই দক্ষিণ দিনাজপুর জেলায়। ফলে আরবি নিয়ে উচ্চশিক্ষা বা কোর্স করতে বাইরে যেতে হয় সংখ্যালঘু ছেলেমেয়েদের। সেই কারণেই এবার রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে বাসুরিয়া হাই মাদ্রাসার পাশেই আরবি কলেজ ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কলেজ তৈরিতে বরাদ্দ হয়েছে পাচ কোটি ছিয়াশি লক্ষ টাকা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ ক্যাম্পাস তৈরি হবে। এর ফলে উপকৃত হবে কয়েক হাজার ছেলেমেয়ে।উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিপ্লব মিত্র বলেন, সাচার কমিটির রিপোর্ট দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। সেই কারণেই এই কলেজ তৈরি হচ্ছে।
আরও জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়
Your browser doesn’t support HTML5
Arabic Institute Kolkata