উত্তর-পূর্ব আফগানিস্তানে সেনা ঘাঁটিতে তালিবান হামলায় অন্তত ৩০জন নিহত

উত্তর-পূর্ব আফগানিস্তানের তাখার প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালিবান হামলায় অন্তত ৩০জন সেনা সদস্য নিহত ও ১৭জন আহত হয়েছে।

খাজা ঘার জেলার ঐ ঘাঁটিতে তারা সেনা সরঞ্জামাদি লুট করার লক্ষ্যেই হামলা করে। প্রাদেশিক সরকারের মুখপাত্র সুনাতুল্লাহ তিমুরি বলেন, তালিবান হামলার সঙ্গে সঙ্গে, সেনা এবং বিমান বাহিনীর প্রতিরোধ শুরু হয়। যুদ্ধ চলে একটানা। অনেকে বলেন ৪০ জনের মতো মারা গেছে ওই যুদ্ধে।

তালিবানের তথাকথিত রিড ইউনিট ঐ হামলা ঘটায়।