পাকিস্তানে বুধবার অনুষ্ঠিত হলো জাতীয় নির্বাচন। নির্বাচনের সময় কোয়েটায় দুটি বোমা হামলা ঘটেছে। এই অবস্থায় নির্বাচন কেমন হয়েছে, কার জেতার সম্ভাবনা রয়েছে, এস বিশ্লেষণ করেছেন পাকিস্তানের করাচীতে বসবাসরত দুইজন সাংবাদিক। সেলিম হোসেন কথা বলেন করাচীতে বসবাসরত বাংলাদশী সাংবাদিক মাশকাওয়াথ আহসান ও পাকিস্তানী সাংবাদিক এবি শাহেদের সঙ্গে। আর নির্বাচন নিয়ে তাদের বিশ্লেষন কেমন তা নিয়ে সেলিম হোসেন কথা বলছেন ভয়েস অব আমেরিকায় উর্দু বিভাগের সহকর্মী রাজ রিজভীর সঙ্গে।
Your browser doesn’t support HTML5
কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী