বাংলাদেশে চলমান সরকারী কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি

বাংলাদেশে একটি নির্বাহী আদেশের মাধ্যমে ১৯৭২ সালে কোটা পদ্ধতি চালু করা হয়। তবে গত কয়েক বছর ধরে এর সংস্কারের দাবী জাতীয় পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এই আন্দোলনকে ঘিরে ছাত্রদের মধ্যে অনিশ্চয়তা এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে দারুণ উৎকণ্ঠা বিরাজ করছে। কিছু ক্ষেত্রে আন্দোলনকারীদের উপরেও হামলা হয়েছে। এরই প্রেক্ষিতে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। কোটা সংস্কার বা এর পরিবর্তন পরিবর্ধন ইত্যাদি ঘিরেই আপনাদের জিজ্ঞাসার উত্তর দিয়েছেন বিশিষ্ট অতিথিরা।

আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের অতিথি বক্তারা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডঃ আকবর আলী খান। নিউ এইজ-এর সম্পাদক, নূরুল কবীর। এবং কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক, হাসান আল মামুন। প্রশ্ন মন্তব্য করেছেন আরও অনেক শ্রোতা দর্শক।

Your browser doesn’t support HTML5

Wh

অনুষ্ঠানটি শোনার জন্য অডিওতে চাপ দিন।