সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত। জাতীয় পার্টির নেতারা ভারত সফর করে দেশে ফিরে এ কথাই জানালেন এক সংবাদ সম্মেলনে। তারা বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক সেটাও ভারত প্রত্যাশা করে। জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে ভারত সফরে গিয়েছিল। সেখানে প্রতিনিধি দলটি সে দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বলা হয়েছিল, পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এ জন্য আধা ঘণ্টা বিলম্বেও শুরু হয় সংবাদ সম্মেলন। কিন্তু এক অজ্ঞাত কারণে এরশাদ সংবাদ সম্মেলনে হাজির হননি।
দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, তাদের ভারত সফর নিয়ে নানা আলোচনা হচ্ছে। গুঞ্জনও রয়েছে। এসব গুঞ্জন আর সংশয় দূর করতেই এই সংবাদ সম্মেলন। হাওলাদার বলেন, ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা আমাদের কথা শুনেছেন। জাতীয় পার্টির ভূমিকারও প্রশংসা করেছেন।
উল্লেখ্য যে, জাতীয় পার্টির আগে আওয়ামী লীগ ও বিএনপির দুটি প্রতিনিধি দল ভারত সফর করে।
ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
Your browser doesn’t support HTML5
ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।