কোন দিকে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধে ওঠে স্কুল শিক্ষার্থীদের একটি আন্দোলন। নিরাপদ সড়কের দাবীতে গড়ে ওঠা ওই ছাত্র-ছাত্রীর আন্দোলন ক্রমে ঢাকা থেকে ছড়িয়ে পড়ে অন্যান্য বড় শহরেও। এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকার যানযট কমানো, গাড়ীর পারমিট, ড্রাইভারের লাইসেন্স পরীক্ষার মতো কিছু কাজ করে সংশ্লিষ্ট বিভাগকে দেখিয়ে দেয় ইচ্ছা থাকলে এসব করা সম্ভব। শিক্ষার্থীদের ওই আন্দোলন অনেকে অন্য দিকে মোড় ঘোরানোর চেষ্টা করছে এমন বিতর্ক উঠেছে। আন্দোলনের ফলাফল কি হতে পারে কতোটা যৌক্তিক এসব নিয়ে আলোচনায় অংশ অংশ নেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ও মানবাধিকার কর্মী জুনায়েদ সাকী।

Your browser doesn’t support HTML5

কোন দিকে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন