কেমন হলো বাংলাদেশের সড়ক পরিবহন আইন

ঢাকায় বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে শিক্ষার্থী আন্দোলনের ফলশ্রুতিতে পাশ হয় সড়ক পরিবহন আইন ২০১৮। একই সঙ্গে বাংলাদেশে শুরু হয় ট্রাফিক সপ্তাহ। তো নতুন পাশ হওয়া সড়ক পরিবহন আইনে দুর্ঘটনায় মৃত্যুর সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদন্ড ও অর্থদন্ড বা উভয় দন্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

তদন্তে কারও নিহত হওয়ার ঘটনা উদ্দেশ্যমূলক হত্যা বলে প্রমাণিত হলে সেক্ষেত্রে ফৌজদারি আইনে মৃত্যুদন্ডের বিধান প্রয়োগ হবে। বস্তুত এটিও নির্ভর করবে পুলিশের তদন্তের ওপর।

নতু আইনটি বাস্তবায়ন নিয়ে অনেকেই শংসয়ে রয়েছেন। বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা, সংশ্লিষ্টরা, নানা কারনে এ শংশয় প্রকাশ করছেন।

Your browser doesn’t support HTML5

কেমন হলো বাংলাদেশের সড়ক পরিবহন আইন