এক নাৎসী ষড়যন্ত্রকারীকে জার্মানীতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বশেষ এক নাৎসী ষড়যন্ত্রকারীকে আইনগত, কুটনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়ার পর জার্মানীতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকে জ্যাকিউ প্যালিজ নামের ঐ ব্যাক্তি নিউইয়র্কের কুইন্সে বসবাস করেন।

হোয়াইট হাউজ বলেছে মঙ্গলবার অভিবাসন কতৃপক্ষ তার বহিস্কার আদেশ ঘোষণা করে। ৯৫ বছর বয়সী প্যালিজ জার্মানীতে যাওয়ার পর বকি ধরনের আইনী প্রক্রিয়ার মুখোমুখী হন সেটা পরিস্কার নয়।

প্যালিজের বহিস্কারের মধ্যে দিয়ে একটি বার্তা পরিস্কার হয়েছে যে নাৎসী অপরাধ এবং মানবাধিকার লংঘনের মতো অপরাধে যারা জড়িত, যুক্তরাষ্ট্র তাদেরকে সহ্য করবে না; যুক্তরাষ্ট্র এমন অপরাধীদের যায়গা দেবে না।

প্যালিজ ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন। ২০০১ সালে তিনি বিচার বিভাগের তদন্তের মুখোমুখি হন এবং ২০০৪ সালে তার নাগরিকত্বের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

প্যালিজের আগেও ৬৭ জন নাৎসী ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র।