পিনাকী ভট্টাচার্য নামে বাংলাদেশের ব্লগার আত্মগোপন করেছেন

পিনাকী ভট্টাচার্য নামে বাংলাদেশের সামাজিক মাধ্যমের সক্রিয় এক ব্লগার সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনের পর গোয়েন্দা নজরদারীর আশংকায় আত্মগোপন করেছেন।

সরকারের কড়া সমালোচক পিনাকী ভয়েস অব আমেরিকাকে জানান বাংলাদেশের সপ্তাহব্যাপী শিক্ষার্থী আন্দোলনের সময় তাদের নিয়ে নানা লেখালেখি ও বক্তব্যের পর ডিজিএফাই থেকে তিনি কল পান।

তিনি বলেন তখন সরকারী দলের সমর্থক নেতা কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। সেসব নিয়ে ফেসবুক ও টুইটারে কথা বলায়, আমার ধারনা সরকার আমার প্রতি ক্ষুব্ধ। ৫১ বছর বয়সী পিনাকীর ১ লাখ ৫৩ হাজার ফেসবুক ফলোয়ার রয়েছে।