আন্তর্জাতিক গুম দিবস পালন করেছে মানবাধিকার সক্রিয়বাদীরা

enforced_disappearance

বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও কয়েকটি মানবাধিকার সংগঠন এবং মানবাধিকার সক্রিয়বাদীরা International Enforced Disappearances Day বা আন্তর্জাতিক গুম দিবস পালন করেছে।ঢাকায় মানবাধিকার সংগঠন অধিকার এক অনুষ্ঠানে বলেছে, গত প্রায় ১০ বছরে বাংলাদেশে ৪৩৫ জন গুম হয়েছেন। এ সম্পর্কে অধিকার-এর মহাসচিব অ্যাডভোকেট আদিলুর রহমান খান বলেন, এ সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে, জাতীয় প্রেসক্লাবে কয়েকটি সংগঠন এবং সংস্থা এক অনুষ্ঠানে গুম হওয়াদের ফিরে দেয়ার দাবি জানিয়েছেন। ওই অনুষ্ঠানে গুম হয়েছেন এমন কয়েকটি ব্যক্তির স্বজনরাও উপস্থিত ছিলেন।

এই সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমীর খসরু

Your browser doesn’t support HTML5

এই সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।