৭ কোটি ২০ লক্ষ ডলার জরুরী অর্থ সাহায্যের আহ্বান জানিয়েছে অক্সফাম

Oxfam

আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংস্থা অক্সফাম মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, রোহিঙ্গা নারী শরণার্থীরা বাংলাদেশের ক্যাম্পগুলোতে নানাবিধ স্বাস্থ্য সমস্যা এবং নিরাপত্তাগত দিক দিকে অনিরাপদ পরিস্থিতিতে বসবাস করছে। এই নারীদের বিশেষ প্রয়োজন মেটানোর জন্য স্থায়ী কোনো অর্থ বরাদ্দও নেই। এমত পরিস্থিতিতে অক্সফাম ৭২ মিলিয়ন ডলার জরুরি অর্থ সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা নারী শরণার্থীদের এক বছর শীর্ষক ওই রিপোর্টে এসব তথ্যর পাশাপাশি রোহিঙ্গা নারীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অক্সফামের রিপোর্টে বলা হয়, রোহিঙ্গা নারীরা পানি সংগ্রহ, টয়লেট এবং গোসলখানা ব্যবহারেও নিরাপত্তার অভাব বোধ করেন। রিপোর্টে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাসহ এ ব্যাপারে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কথাও উল্লেখ করা হয়।

বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা আমীর খসরু।