খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে

দুর্নীতির মামলায় এ বছরের ফেব্রুয়ারী মাস থেকে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকেলে দুর্নীতির দায়ে ৫ বছরের সাজা প্রাপ্ত বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে হাই কোর্টের নির্দেশে চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেয়া হয়েছে বলে কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে।

হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে খালেদা জিয়া তাঁর পছন্দমতো ফিজিওথেরাপিস্ট, গাইনোকোলজিস্ট ও টেকনিশিয়ান এবং মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকতে পারবেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার ৯০ হাজার মামলা দিয়েছে। তিনি বলেন বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই এই কৌশল নিয়েছে সরকার। ২০০৯ সাল থেকে বিএনপির ১ হাজার ৫১২ জন নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করেন মির্জা ফখরুল।

Your browser doesn’t support HTML5

খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে