সুপ্রিম কোর্ট আজ বলেছে, সিবিআই প্রধানের বিষয়ে তদন্ত চলার সময় অন্তর্বর্তীকালীন প্রধান কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না।
সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে, সিবিআই প্রধান অলোক ভার্মা সম্পর্কে তদন্ত দু'সপ্তাহের মধ্যে শেষ করে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের এই তদন্তের তত্ত্বাবধানে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পট্টবর্ধন। ১২ নভেম্বর আবার এই মামলার শুনানি হবে। ততদিন সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত অধিকর্তা নাগেশ্বর রাও অফিসে কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে আজ বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফাল যুদ্ধবিমান কেনার ব্যাপারে দুর্নীতির তদন্ত ধামাচাপা দিতেই ভার্মাকে তড়িঘড়ি সরানো হয়েছে। বিক্ষোভ মিছিল ঠেকাতে পুলিশ দিল্লিতে ব্যারিকেড করে, চণ্ডীগড়ে জলকামান আর লখনৌতে লাঠি চালায়। সিপিআই এবং জেডিইউ দলও বিক্ষোভে অংশ নেয়। রাহুল গান্ধী ব্যারিকেডের ওপর চড়ে বসে গ্রেফতার বরণ করেন। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5
সিবিআইয়ের অন্তর্বর্তী প্রধান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না