নির্বাচন কমিশনে ভিড় বাড়ছে

মনোনয়ন ফিরে পাবার জন্য নির্বাচন কমিশনে ভিড় বাড়ছে। গত দু’দিনে ৩১৯ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। নানা কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বিরোধী ঐক্যফ্রন্ট বলেছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় ওলট-পালট করা হয়েছে। আগামীকালও আপিল করা যাবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৬ থেকে ৮ই ডিসেম্বর এই তিনদিন শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকালে আপিলকারীরা তাদের আইনজীবী নিয়ে আসতে পারবেন। আপিলে কেউ হেরে গেলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন।

গত ২৮শে নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে ৩০৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে ২ হাজার ৫৬৭টি এবং স্বতন্ত্র ৪৯৮টি। এর মধ্যে বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি। আগামী ৯ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যহারের শেষ দিন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

নির্বাচন কমিশনে ভিড় বাড়ছে