ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার

শেয়ার বাজার

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এর গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের ইস্তফা ও পাঁচ রাজ্যের ভোটগণনার প্রাথমিক ফলাফল আসার পর থেকেই আজ সকাল থেকে ধাক্কা খেতে শুরু করে দেশের শেয়ারবাজার । ডলার নিরিখে অবমূল্যায়ন হয় টাকার। বাজার খোলার সময়েই টাকার দাম পড়েছে ১১২ পয়সা। একটা সময়ে ১ টাকা ৪৭ পয়সা পড়ে যায় টাকার দাম। সেনসেক্স ও নিফটিতেও এক ধাক্কায় ভারী পতন ঘটে। পাঁচশো পয়েন্টের বেশি পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স।আরবিআইয়ের সঙ্গে কেন্দ্রের মতানৈক্যের সূচনার কারণে হঠাৎ করেই উর্জিত প্যাটেল এর পদত্যাগ ,অপরদিকে আজ দেশের পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল এর গতি-প্রকৃতি বলে দিচ্ছিল সকাল থেকেই বিজেপি হতাশাজনক জায়গায় রয়েছে এবং সে কারণেই দেশের শেয়ারবাজারে এই ধস বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়

Your browser doesn’t support HTML5

ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার